২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো রামুবাসী


বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো রামুবাসী। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ফুলে ফুলে ভরে উঠে রামু কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় একুশের কর্মসূচি।
রামু উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামু থানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শদীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও জেলার সর্বপ্রাচীন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে রামু উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, রামু উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন, উদীচী, ইনষ্টিটিউট অব মিউজিক, খেলাঘর, শব্দায়ন আবৃত্তি একাডেমি, থিয়েটার রামু, প্রজন্ম’ ৯৫, মৈত্রী’০২, জাগরণ’০৪ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মন্নান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক দর্পণ বড়ুয়া, এস. মোহাম্মদ হোসেন, নুরুল ইসলাম সেলিম, সুনীল বড়ুয়া, খালেদ হোসেন টাপু, আবুল কাশেম সাগর, শওকত ইসলাম।
এছাড়াও রামুর সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়সহ উপজেলা শহরস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাতফেরি সহকারে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রভাতফেরি উপজেলা পরিষদ থেকে বের হয়ে রামু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।