কক্সবাজার বিমান বন্দর দিয়ে এবার আচারের বক্সে করে ইয়াবা পাচারের সময় ৪৬৪০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের নেতৃত্বে এই চালানো হয়। আটক ব্যক্তি বরিশাল জেলার কাউনিয়া রেজাউল করিমের পুত্র সজিবুল ইসলাম (২৯)।
পুলিশ জানান, বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা ওই লোকের ব্যাগ তল্লাশী করে ইয়াবা গুলো উদ্ধার করে। এরপর পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ জানান, আটক ব্যক্তি বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।