২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিমানবন্দর ব্যবহারে যাত্রীদের দিতে হবে নিরাপত্তা ও উন্নয়ন ফি

দেশের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের উড়োজাহাজের ভাড়া ছাড়াও দিতে হবে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যাত্রীদের কাছে থেকে নির্দিষ্ট হারে ফি আদায়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে টিকিট বিক্রির সময় এই ফি যাত্রীদের থেকে আদায় করবে এয়ারলাইন্সগুলো।
সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি আরোপের বিষয়ে আলোচনার জন্য আগামী ১৯ মার্চ একটি বৈঠক আহ্বান করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলোর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈঠকের সত্যতা নিশ্চিত করে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি আরোপের বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছি।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য নিরাপত্তা ও উন্নয়ন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যাত্রী নিরাপত্তা ফি যাত্রী প্রতি সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ২০ ডলার, সার্কভুক্ত দেশগুলো ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে ১৫ ডলার নির্ধারণ করা হচ্ছে।’
মন্ত্রণালয় সূত্র জানায়, সিভিল এভিয়েশন অথরিটির পরিচালনা পর্ষদের ২২৫তম সভায় অতিরিক্ত ফি নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরিচালনা পর্ষদের সভায় পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আদায় করা নিরাপত্তা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি’র হার তুলে ধরা হয়। সেই আলোকে সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ১৫ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ১৫ ডলার এবং সার্কভুক্ত দেশগুলো ছাড়া যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৩০ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ৩০ ডলার নির্ধারণ করার প্রস্তাব করা হয়। এরপর প্রস্তাবটি অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রত্যেক যাত্রী থেকে বিমানবন্দর ‘উন্নয়ন’ ও ‘যাত্রী নিরাপত্তা ফি’ নামে আলাদা দুটি ফি আদায় করা হবে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হক বলেন, ‘সারা বিশ্বে সিকিউরিটি চার্জ আরোপ করা হয়। নিরাপত্তা ব্যয় এখন অনেক বেড়ে গিয়েছে। আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যয়ও বেড়েছে। এজন্য যাত্রী প্রতি ফি নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘তবে এই ফি যাত্রীদের থেকে নেবে এয়ারলাইন্সগুলো। যা পরবর্তীতে তাদের মাধ্যমে সরকার পাবে। তবে ফি কত হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। যাত্রীদের ওপর চাপ পড়ে এমন কোনও চার্জ আরোপ করা হবে না। আলোচনা করে হয়ত ১০০-২৫০ টাকার মধ্যেই নির্ধারণ হতে পারে।’

প্রসঙ্গত, পাকিস্তানে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ১০ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার, ভারতে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ১৫ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি পাঁচ দশমিক ১৮ ডলার, যুক্তরাষ্ট্রে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৫ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি চার দশমিক পাঁচ ডলার, যুক্তরাজ্যের অরহামটিস ভ্যালি বিমানবন্দরে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৬ পাউন্ড আদায় করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।