২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিমানবাহিনীর দু’প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : অক্ষত চার পাইলট

অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া পাইলট উইং কমান্ডার রাজীব- ছবি সাগর দেব

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে উড়ন্তাবস্থায় সংঘর্ষে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সংগঠিত সংঘর্ষে বিমান দুটির বিধ্বস্তাংশ মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়া ও উপজেলার ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায় পড়ে আগুন ভস্মিভূত হয়েছে। বিমানের ধসে পড়া অংশে আঘাত পেয়ে আঁখি (১৫) ও ফয়সাল (১২) নামের দু’শিশু আহত হয়েছে। তারা স্থানীয় আব্দুস সাত্তারের সন্তান।
দূর্ঘটনার এক ঘন্টার মাথায় দু’বিমানে থাকা চার পাইলটদের অক্ষতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, গ্রুপ ক্যাপ্টেন শরীফ, স্কয়াড লিডার মনির, উইং কমান্ডার আজিম ও উইং কমান্ডার রাজীব।
মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে উদ্ধার পাইলটদের বরাত দিয়ে জানান, সন্ধ্যাকালীন মহড়ায় উড়তে গিয়ে মহেশখালী এলাকায় প্রশিক্ষণ বিমান দুটি কন্ট্রোল রুমের সাথে সংযোগ হারায়। রাডারে সংযোগ হারানোর বিষয়টি আঁচ করতে পেরে তারা প্যারাসুটের সাহায্যে বিমান থেকে নেমে গিয়ে নিজেদের রক্ষা করেন।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান সান্ধ্যকালীন মহড়ায় উড়তে গিয়ে আকাশে সংঘর্ষে পড়ে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তাংশটি মহেশখালী উপজেলার দুটি স্থানে পড়েছে। এয়ারফোর্সের বিধ্বস্ত বিমান দুটি চট্টগ্রাম ঘাটি থেকে উড্ডয়ন হয়েছিল বলে জানান তিনি।
আন্ত:বাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক (বিমান বাহিনী ডেস্ক) মো. নূর ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেছেন, দুটি বিমানে মোট চার জন পাইলট ছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমান বাহিনীর দুটি হেলকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। পাইলটরা সবাই ভালো আছেন।
তিনি জানান, ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ বিমান দু’টি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে। পৌনে ৭টার দিকে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। দুর্ঘটনার কিছুক্ষণ আগ থেকে বিমান দু’টি রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানান নূর ইসলাম।
ঘটনাস্থল থেকে মহেশখালীর ইউএনও মো. আবুল কালাম মুঠোফোনে জানান, সন্ধ্যার পর পর আকাশে দুটি বিমানের সংঘর্ষে বিকট শব্দ শুনা যায়। এর অল্পক্ষণ পরই মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়া এলাকায় একটি অংশ পড়ে দাউ দাউ আগুন জ্বলে। আর একটা অংশ পড়েছে উপজেলার নিকটবর্তী ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায়। সেখানে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুনের তীব্রতায় কেউ কাছে যেতে পারেননি।
তিনি আরো জানান, বিমানের একটি অংশ নিছে পড়ার সময় জনৈক আব্দুস সাত্তারের বাড়ির উপর অংশ উড়িয়ে নিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে গিয়ে পড়ে। ওই সময় সাত্তারের দুই শিশু আহত হয়েছে। বিলে পড়েই বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
ঘটনাস্থল থেকে স্থানীয় সংবাদকর্মী মাহবুব রোকন ও আবুল বশর পারভেজ জানান, সন্ধ্যার আকাশে দুটি বিমান উড়ার শব্দ শুনতে পায় ঘরমুখো মানুষ। হঠাৎ বিকট শব্দে আকাশে আগুন দেখে থমকে দাঁড়ান সবাই। মুহুর্তে বিমানের বিধ্বস্তাংশ মাটিতে পড়ে দাউ দাউ আগুন জ্বলতে থাকে। একটি অংশ পুটিবিলার পালপাড়া ও অপর অংশটি প্রায় দু’তিন কিলোমিটার দুরে ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায় গিয়ে পড়ে। দুটি স্থানেই ভিড় জমায় স্থানীয় লোকজন। রাতের আধারে যে যার মতো আলো নিয়ে ঘটনাস্থলে যান।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশের পৃথক ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুলসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। ঘটনার প্রায় ঘন্টাখানেক পর চারজন পাইলটকে অক্ষতাবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের রাতেই কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।