২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বিশ্বকাপ প্রস্তুতি : কক্সবাজারে বায়তুশ শরফ ক্রিকেট ম্যাচ শনিবার

220219dsc01154২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উক্ত বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারে চলছে খেলোয়াড় বাছাই।

বিষয়টি অবগত করতে আজ বৃহষ্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। এতে বলা হয়, ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ। ৪ বছর পর এবার ২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপে অংশ নেবে। এর প্রস্তুতি হিসেবে কক্সবাজারে খেলোয়াড় বাছাই চলছে।

কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের অর্থায়নে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর সহযোগিতায় খেলোয়াড়দের প্রশিক্ষণ চলছে। আগামী শনিবার ১২ নভেম্বর চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট দলের সাথে কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের মধ্যে ‘বায়তুশ শরফ টি-টোয়েন্টি রাউন্ড ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ এবং ম্যাচে যারা ভালো করবে তাদের নিয়ে গঠিত হবে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী বলেন,- এখানে প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় রয়েছে। অন্য খেলায় বিশ্বকাপ পাওয়ার আগে ব্লাইন্ড ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশকে বিশ্বকাপ উপহার দিতে পারবে।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের সভাপতি শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম বলেন,-প্রতিবন্ধিদের মূল ধারায় ফিরিয়ে আনার অন্যতম পন্থা হচ্ছে খেলাধুলা। দৃষ্টি প্রতিবন্ধী এসব খেলোয়াড়রা জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে, তারা আর্থিকভাবে লাভবান হবে, তারা বয়ে আনবে দেশের সুনাম। তারা এক-একজন দেশের সম্পদ। তাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। তবেই অসম্ভবকে সম্ভব করা যাবে।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সাধারণ সম্পাদক তাইজুদ্দিন বলেন, গতবার বিশ্বকাপে বাংলাদেশে প্রথম পারফরমেন্সের অভিজ্ঞতা নিয়ে এবার বাংলাদেশ শিরোপা অর্জনের জন্য লড়বে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু ও ব্লাইন্ড ক্রিকেট দলের কোচ সানোয়ার আহমদ বক্তব্য রাখেন। পরিচালনা করেন বায়তুশ হাসপাতালের যুগ্ন সম্পাদক মুক্তিযোদ্ধা এস. এম কামাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।