মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও মন্ত্রীপরিষদ সচিবের পদমর্যাদায় নিযুক্ত বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম স্বপরিবারে কক্সবাজার এসেছেন।
চলতি বছরের ২৮ অক্টোবর মন্ত্রীপরিষদ সচিবের দায়িত্ব থেকে অবসর নেওয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং এর বাসিন্দা মোহম্মদ শফিউল আলম গত ১ নভেম্বর থেকে নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক যোগ দেন।
নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে যোগদানের পর এই প্রথম নিজ জেলা কক্সবাজার সফরে আসলেন। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম শুক্রবার ১৩ ডিসেম্বর স্বস্ত্রীক কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম তাঁকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।