২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

বিয়াম ল্যাবরেটরি স্কুল দলে বিজয়ী ১০ শিক্ষার্থী

I-jen Utsab, 02

প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গত ৩০ এপ্রিল সকালে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় বিজয়ী হয়েছে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। এরা জেলা পর্যায়ের ইন্টারনেট উৎসবে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রতিনিধিত্ব করবে।
আগামী ৪ মে সকালে রামু বালিকা উচ্চবিদ্যালয় ও দুপুরে রামু খিজারী উচ্চবিদ্যালয়ে পৃথকভাবে আই-জেন উৎসব করা হবে।
৩০ এপ্রিল সকাল ১০ টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ ইয়াছিন আরাফাত। স্বাগত বক্তব্য দেন, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হাসনাত জিকু ও খালিছা মুশাররফা।
শিক্ষার্থীদের অংশগ্রহনে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে বিয়াম ল্যাবরেটরী স্কুল দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল ইন্টারনেট উৎসব।
বিজয়ীরা হলো: এলিয় ত্রিপুরা (নবম), নাজমুস সাকিব তুরহান (দশম), আকিবুজ্জামান খান ( দশম), তাসনিম রহমান (নবম), ইরফানুল হক (নবম), সুমাইয়া হক ( নবম), মাইন উদ্দিন বিন খোরশেদ ( দশম), ফারদিন জালাল ( অষ্টম), ইউশা আবদুল্লাহ (নবম) ও রূদাবা শেহনুম ( অষ্টম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, আনাস বিন আবসার, ফাহিম কুদ্দুস প্রিয়, শফিউল গণি তৌকি প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।