২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বিয়ের পিঁড়িতে বসছেন মেসি!

রোকুজ্জো ও মেসিদীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে মালাবদল করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনার এক রেডিওর মাধ্যমে এই গোপন খবর চাউড় হয়েছে সারা বিশ্বে।

প্রায় এক দশকের বান্ধবী আন্তোনেয়া রোকুজ্জোকে আগামী বছর বিয়ে করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রেডিও মেট্রোর সাংবাদিক পাবলো ভারস্কি সবার আগে এমন খবর প্রকাশ করেছেন। এরপর স্থানীয় সংবাদমাধ্যম ইএফই নিশ্চিত করে, আগামী বছরের মাঝামাঝি কোনও সময়ে নতুন অধ্যায়ে পা রাখবেন ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছরের রোকুজ্জো। তবে সময়টা আসলে নির্ভর করছে বার্সেলোনার গ্রীষ্মকালীন মৌসুমের ওপর। ইএফই এক খবরে জানায়, ‘মেসি ও রোকুজ্জো ২০১৭ সালে বিয়ে করবেন। দিনক্ষণ নির্ভর করছে বার্সেলোনার খেলার সূচির ওপর। চ্যাম্পিয়নস লিগে কাতালান ক্লাব কতদূর যায় সেটার ওপরও নির্ভরশীল বিয়ের তারিখ।’ আর্জেন্টিনায় মেসির জন্মস্থান রোসারিওতে বিয়ের সম্ভাব্য ভেন্যু জানালেন ভারস্কি, ‘আমি কোনোভাবে জানতে পেরেছি আগামী বছর বিশাল এক উদযাপন হতে যাচ্ছে। দিনতারিখের ব্যাপারে স্পষ্ট নই, কিন্তু এটা হবে রোসারিওতে।’ ২৪ জুন মেসির জন্মদিন। সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবে ওইদিনটিকেই বেশি ধরছে সংবাদমাধ্যমগুলো।

অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি মেসি ও রোকুজ্জোর কাছ থেকে। ২০০৮ সালে কাছের এক বন্ধুর মাধ্যমে রোকুজ্জোর সঙ্গে পরিচয় হয় মেসির। দুই বছর লুকিয়ে প্রেম করেছেন তারা। কিন্তু ২০১০ সালে জনসম্মুখে আসে বিষয়টি। অবশ্য সুপারমার্কেটের মালিকের মেয়ে রোকুজ্জোর সঙ্গে মেসির প্রথম দেখা মাত্র ৯ বছর বয়সে। সেই দেখা শেষ পর্যন্ত প্রেমের সম্পর্কে গড়ায় ২১ বছর বয়সে এসে। তাদের ঘরে দুই সন্তানও আছে- ৪ বছর বয়সী থিয়গো ও ১ বছরের মাতেও। সূত্র- মার্কা, দ্য মেট্রো, ইএসপিএনএফসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।