২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বুধবারও জামায়াত অামিরের বিরুদ্ধে তদন্ত

mokbul20161109192434
জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য দ্বিতীয় দিনের মতো অনুসন্ধান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল থেকে ট্রাইব্যুনালের অনুসন্ধানী দল ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের বিভিন্ন শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন এলাকায় সরেজমিন তদন্ত করেছে।

এর আগে মঙ্গলবার ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের হিন্দুপাড়ায় ক্ষতিগ্রস্ত ১১ শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ট্রাইব্যুনালের সহকারী পরিচালক মো. নুরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

বুধবার বিকেলে ট্রাইব্যুনালের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে সাক্ষী সুরক্ষার কথা বলেছেন।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও সাক্ষীরা তদন্তকালে মকবুল আহমাদের নাম মুখে আনতেও আতঙ্ক প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বাধীনতার ৪৫ বছর পর এ মানবতাবিরোধী অপরাধীরা বিচারের মুখোমুখি হচ্ছে এমন ঘটনায় তারা উজ্জীবিত হয়েছেন।

ছয় বছর ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করার পর ১৭ অক্টোবর দলের আমির হিসেবে শপথ নেন মকবুল আহমাদ। সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে, মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। ওই সংবাদের সূত্র ধরেই মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য অনুসন্ধানের উদ্যোগ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।