১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহরের প্রাচীনতম সামাজিক সংগঠন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় সমাজ কমিটির নিজস্ব কার্যালয়ে সকলের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে বিশিষ্ট সমাজ সেবক গোলাম মাওলা (জজ বাবুল) সভাপতি, মোহাম্মদ আলম সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, তরুণ উদ্যোক্তা শামসুল আলম (কেলু) সাধারণ সম্পাদক ও আকতার মকছুদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে যথাক্রমে ছাত্রনেতা আবদুল হামিদ ফয়সাল, ছৈয়দুর রহমান (ছদু), আবদুল জব্বার (জাহাঙ্গীর) ও করিম উল্লাহ। নির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন মহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন ও সংবর্ধিত করেছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি গোলাম মাওলা (জজ বাবুল) ও নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত বৃহত্তর এই টেকপাড়া। সুবিধাবাদীরা সব সময় নিজেদের আখের গোছাতে উন্নয়ন বঞ্চিত রেখেছে এখানকার বিশাল জনগোষ্ঠীকে। সমাজের নাম ব্যবহার করে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনছে সুবিধাবাদী ওই চক্র। তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। শপথ নিয়েছে সুবিধাবাদীদের ঠেকাতে। তাই সমাজের সর্বস্তরের মানুষসহ এলাকার সার্বিক উন্নয়নে বর্তমান কমিটি কাজ করে যাবে নিঃস্বার্থভাবে। তবে এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।