২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

ফারুক আহমদ,(উখিয়া): ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি একক নিয়োগের দাবিতে কক্সবাজার শহরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। চাকুরী বঞ্চিত প্রার্থীরা দ্রুত সময়ে নিয়োগ নিশ্চিত করনে আন্দোলনের কর্মসূচী হিসাবে সারা দেশের ন্যায় কক্সবাজারের চাকুরী বঞ্চিত প্রার্থীরা আজ (১৯ সেপ্টম্বর) মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা বলেন ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদেরকে সরাসরি নিয়োগ দেওয়ার কথা শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ থাকলে ও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ও রহস্য জনক কারণে তা ঝুলে রয়েছে। ফলে শতশত শিক্ষিত যুবকরা চাকুরী থেকে বঞ্চিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্স পাস উখিয়ার সন্তান ও আন্দোলনরত কমিটির আহবায়ক এম জসিম উদ্দিন জানান ২০১৬ সালের প্রকাশিত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ১০ এর (ঝ) ও ১৩ তম শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন পরিপত্রে উল্লেখ আছে উত্তীর্ণ প্রার্থীদেরকে উপজেলা ভিত্তিক সরাসরি নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য নিয়োগ পরীক্ষার ১ বছর ৬মাস পার হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হয়ে হতাশা ও উৎকণ্ঠায় দিন যাপন করছে।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা অবিলম্বে ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রীর নিকট জোরদাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন আবু বরদা মো: নোমান (উখিয়া) রহমত উল্লাহ (মহেশখালী) কায়েস (রামু) সুদীপ ধর (মহেশখালী) ইসমাইল (উখিয়া)।
পরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নিকট স্বারক লিপি পেশ করা হয়। উল্লেখ্য ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারা দেশে ৬ লক্ষাধিক পরীক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২শত ৫৪ জন উত্তীর্ণ হয়। তৎ মধ্যে কক্সবাজার জেলার ৮ উপজেলায় শতাধিক উত্তীর্ণ প্রার্থী রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।