মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন নেছার আহমদ।
গত ১ নভেম্বর থেকে তাকে বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয়া হয়। বৈশাখী টিভি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম স্বাক্ষরিত নিয়োগ পত্রটি ৯ নভেম্বর হাতে পৌঁছে।
নেছার আহমদ র্দীঘদিন ধরে স্থানীয় ও জাতীয় এবং অনলাইন মিডিয়ায় সুনামের সহিত কাজ করে আসছেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য। পেশাগত সঠিক দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।