রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) নেইমারের ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। তবে এ ম্যাচের আগে জরিমানা গুণতে হচ্ছে দুই দলকেই। ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকদের বিভিন্ন বিদ্বেষমূলক আচরণের জন্য এ দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানা করেছে ফিফা।
ফিফা এক বিবৃতিতে জানায়, ব্রাজিল ও চিলির জরিমানা ম্যাচ চলার সময়ে দেশ দুটির সমর্থকদের সমকামী বিদ্বেষী স্লোগান দেয়। এ দুই দেশ ছাড়াও আরও জরিমানা গুণতে হচ্ছে চিলি, আলবেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ইউক্রেন, প্যারাগুয়ে ও ইরানকেও।
আলবেনিয়া ও ক্রোয়েশিয়াকে ৪০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। আর কসোভো, ব্রাজিল, প্যারাগুয়ে, এস্তোনিয়া, ইউক্রেন, চিলি ও আর্জেন্টিনাকে গুণতে হবে ২৫ হাজার পাউন্ড করে জরিমানা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।