পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতকে খুশী করতেই হোলি উৎসবে সামিল হয়েছিলেন । এমনই অভিযোগ তুলেছে জামাত উদ দাওয়ার কার্যনির্বাহী প্রধান হাফিজ আব্দুল রহমান মাক্কি। হোলির দিন পাকিস্তানের করাচি শহরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রঙ খেলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই ঘটনাতেই ক্ষুব্ধ মাক্কি। তার কথায়, ভারত সরকারকে সন্তুষ্ট করতেই প্রধানমন্ত্রী হিন্দুদের সঙ্গে হোলি খেলেছেন। শাসকদের অবশই মনে রাখতে হবে যে, হিন্দু আর মুসলিম দুটো ভিন্ন দেশ। তাদের সমাজ এবং সংস্কার আলাদা। এরা কখনই একসঙ্গে থাকতে পারে না।
হিন্দু ধর্মাবলম্বী লোকেদের সঙ্গে হোলি খেলার জন্য প্রধানমন্ত্রীর উপরে ফতোয়া জারি করেছে এক ধর্মগুরু। জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার এই কার্যনির্বাহী প্রধান মাক্কি হাফিজ সৈয়দের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সম্পর্কে এরা দুই জন শ্যালক-জামাইবাবু। হাফিজ সৈয়দ ভারতের বাণিজ্য নগরী মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।