জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। ভূমি সংক্রান্ত সকল নাগরিক সেবা অনলাইনে দ্রুত সময়ে প্রদান করতে হবে। এ ছাড়া উপজেলার সকল ভূমি অফিসে ভূমি রেজিষ্ট্রি, খতিয়ান সৃজন, নামজারীসহ সংশ্লিষ্ট বিষয়ে সাধারন মানুষ যাতে কোন প্রকার হয়রানী না হয় সে দিকে সজাগ থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন তিনি। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে কোন মতেই ছাড় দেয়া হবে না। ভূমি অফিস বা কোন সরকারী অফিসে অবৈধ ব্যাক্তিদের দৌরাত্ম রোধ করতে সজাগ হতে হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (সহকারি কমিশনার ) আবু আসলাম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, তহশীলদার, সার্ভেয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে আশ্রয়ণ প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম, ঋণ বিতরণ কার্যক্রম এবং সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।