রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা ৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৯ সেকেন্ড। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭২ কিলোমিটার দূরে ত্রিপুরার আমবাসায়। ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল।
এদিকে ভূমিকম্পের আতংকে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।
সাম্প্রতিক সময়ে বেশ ঘনঘন ভূমিকম্প হচ্ছে বাংলাদেশসহ এই অঞ্চলে।
বিশেষজ্ঞরা আশংকা করছেন একটি বড় ভূ-কম্পনের ঝুকিতে রয়েছে বাংলাদেশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।