১১ মার্চ, ২০২৫ | ২৬ ফাল্গুন, ১৪৩১ | ১০ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

মধ্যরাতের আগুন ভোরেও নিয়ন্ত্রণে আসেনি

রাজধানীর কড়াইল বস্তিতে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুন ভোরবেলাতেও নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দাউ দাউ করে জ্বলা আগুনে বস্তিবাসীর চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একটির পর একটি ঘর!

নিজেদের ঘর-বাড়ি আগুনে পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন সর্বস্বান্ত হয়ে পড়া মানুষেরা। তাদের আহাজারি ভারী হয়ে উঠেছে মহাখালীর কড়াইল বস্তি এলাকা।

মধ্যরাত থেকেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিটের সঙ্গে কাজ করছেন স্থানীয়রা। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন লাগা ঘরগুলিতে পৌঁছাতে পারছে না। দূর থেকে পাইপ দিয়ে পানি টেনে নিতে হচ্ছে কর্মীদের।

বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের কড়াইল বস্তির ঝিলপাড়ের দিকের একটি ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ‍বাসিন্দা জানান, বাতাসের বেগে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন যাতে না ছড়‍ায় তাই লাঠিসোঁটা দিয়ে ঘরের টিন ভাঙেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের চোখের সামনেই জ্বলেপুড়ে যায় শতাধিক ঘর।

ঝিলপাড় থেকে বউবাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মতো জায়গায় থাকা সবগুলো ঘর আগুনে পুড়ে গেছে বলেও জানান ওই স্থানীয় বাসিন্দা।

ফায়‍ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ামাত্র আগুন নিয়ন্ত্রণে ১৪ উইনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

পরে আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। তবে ভোর ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বরও কড়াইল বস্তিতে আগুন লাগে। এতে প্রায় সাড়ে ৪শ’ ঘর ভস্মীভূত হয়। তারও আগে একই বছরের ১৪ মার্চেও রাজধানীর এ বস্তিতে আগুনে পুড়ে যায় অর্ধশত ঘর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।