১৫ এপ্রিল, ২০২৫ | ২ বৈশাখ, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

‘মন্ত্রিত্ব রইলো পোকা খাওয়া মন্ত্রীর’

Sha Moazzem HOsenপোকা খাওয়া মন্ত্রীর মন্ত্রিত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
খাদ্য মন্ত্রী কামরুল ইসলামকে পোকা খাওয়া মন্ত্রী হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকারের মন্ত্রী পরিষদ দুর্নীতিগ্রস্থ। কারণ কামরুল ইসলামসহ মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীরা আজ দুর্নীতিবাজ। অথচ এই পোকা খাওয়া মন্ত্রীর মন্ত্রীত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন।
সরকারকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারদের মনে রাখতে হবে আপনারা নির্বাচিত সরকার না। আপনাদের সরকার অবৈধ। তাই এই অবৈধ সরকার থেকে কেনো আশরাফুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো তা আপনারাই ভলো যানেন। কিন্তু আশরাফুল ইসলামকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিলে হবে না, কারন বাংলাদেশের মানুষ চায় বর্তমান সরকারের অব্যাহতি।‘মন্ত্রিত্ব রইলো পোকা খাওয়া মন্ত্রীর’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে। তাই ভেবে চিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারন এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার কথায় বিএনপি আরো বেশী শক্তিশালী হয়েছে। কারন তিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য নেতাদের চাপ দিয়েছেন। আর জিয়াউর রহমানের মতই বেগম জিয়া সেদিন কথা বলেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল স্বাধীনতা ফোরামের সভাপতি আব নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।