মহেশখালী উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্টি হয়েছে।২৩ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতি উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রথান অতিথি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম বলেন- সরকারের উন্নয়ন মূখী মেগা প্রকল্প গুলো মহেশখালীতে স্থাপিত হতে যাচ্ছে; সুতরাং মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক বাসযোগ্য মহেশখালী প্রত্যাশা করেন। সভাপতি উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালাম বলেন- দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়েছে।ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নের চলমান কর্মসূচির কাজ পরিদর্শন করা হয়েছে। ওই সব এলাকায় কর্মসূচির কাজে শ্রমিকের সন্তোষ জনক উপস্থিতি লক্ষ্য করা যায়নি।তাই প্র্রত্যকটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগণ যাতে চলমান কর্মসূচির প্রকল্পের কাজে শ্রমিকের উপস্থিতি নিশ্চিত করে কাজ এগিয়ে নিতে আহবান জানান। শ্রমিক অনুপস্থিত থাকলে এবং সরেজমিনে প্রমান পেলে ভিআইপি বা সাধারণ যাই হোক ওইসব শ্রমিকের বিল করবেনা বলে ঘোষনা দেন ইউএনও মোহাম্মদ আবুল কালাম। ওসি প্রদীপ কুমার দাশ পিপিএম বার আইন শৃংখলা কমিটির সভায় বলেন-মহেশখালীতে মাদক এবং সন্ত্রাস থাকবে না। অত্র উপজেলার জনসাধারণ কে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল করে একটি আধুনিক মহেশখালী উপহার দেওয়াই হবে মহেশখালী থানা পুলিশের কাজ। উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভুমি বীভিষণ কান্তি দাশ,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পিপিএম বার,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা: নুরুল আমিন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বি.এ,উপজেলার ভাইস চেয়ারম্যান জহির উদ্দীন,মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা:মোহাম্মদ মাহাফুজুল হক, উপজেলা প্রকৌশলী ছৈয়দ জাকির হোসেন,উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ,মহেশখালী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আবুল বাশর শামশু উদ্দীন আহমদ,রেঞ্জ কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দীন, সমাজসেবা অফিসার নাছরুল্ল্যাহ আল-মাহমুদ, উপজেলার আনসার ভিডিপি অফিসার ফরিদ আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার,বন বিভাগের প্রতিনিধি আব্দু জব্বার,মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষ লায়েক হায়দার, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, প্রকল্পবাস্ত বায়ন কর্মকর্তা অফিসের উপসহকারী প্রকৌশলী মো:হানিফ,মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শারমিন আকতার বিউটি,কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন,শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক,মাতারবাড়ীর চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ,কালামারছড়ার প্যানেল চেয়ারম্যান আবুল কালাম,ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদবিন আলী,বড় মহেশখালীর প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,মহেশখালী প্রেসক্লা’র সভাপতি হারুনর রশিদ,সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ,মহেশখালী প্রেসক্লাব এর সিনিয়র সদস্য শাহাব উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে,থানা মসজিদের খতিব মৌ: আবু ছৈয়দ,উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম প্রমুখ।
উক্ত আইন শৃংখলা ও সমন্বয় সভায়-মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পিপিএম বার,থানায় যোগদান করার পর থেকে মাদক ও সন্ত্রাস বিরুধী অভিযান অব্যাহত রাখায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা সাধুবাদ জানান। ভবিষ্যৎ এ ধরনের অভিযান অব্যাহত রাখতে ওসি প্রদীপ কুমার দাশ এর প্রতি আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।