বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে চলমান আদিনাথ মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বেলা ১টা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা বেলুন ব্যবসায়ী স্বামী-স্ত্রী এবং তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৪৫ বলে ধারণা করা হচ্ছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া আদিনাথ মন্দিরে শীব দর্শন পূজা উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মেলা চলছে। আদিনাথ পাহাড়ের পাদদেশস্থ এলাকাজুড়ে বসা মেলায় নানা ধরণের শতাধিক দোকান বসেছে। এর মাঝে বেলুন ফুলিয়ে বিক্রির একটি দোকান দেন এক দম্পতি। তারা পরিমল ধর নামের এক মিষ্টি ব্যবসায়ীর দোকানের পাশে গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন এক দম্পতি। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে আঘাত পেয়ে দম্পতিটি ঘটনাস্থলে মারাযান। আর আহত হন পরিমলসহ তার পরিবারের মানুষও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। সবার ধারণা নিহতদের বাড়ি কক্সবাজারের রামু এলাকায় হতে পারে।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মেলা এলাকায় স্থবিরতা নেমে এসেছে। আতংকিত হয়ে পড়েছেন পুজারি ও দর্শনার্থীরা।
আদিনাথ মেলা পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আবুল কালাম জানান, সিলিন্ডার বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মেলা নির্বিগ্ন করতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। ###
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।