কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ফিল্ড বুক তৈরি করতে গিয়ে বিক্ষুব্দ জনতার হামলায় জেলা ভুমি হুকুম দখল ও অধিগ্রহণ কর্মকর্তা মাহামুদুর রহমানসহ ৬ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। এ সময় তাদের বহনকারী ২ টি স্পীড বোটও সাগরে ডুবিয়ে দিয়েছে জনতা। রবিবার (২২মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ি খন্দের বিল এলাকার মঞ্জুর কাদেরের লবণ মিলে এ ঘটনা ঘটেছে।
অধিগ্রহণ কর্মকর্তা ছাড়া আহত অন্যান্যরা হলো- কানুনগো বিজয় শংকর চাকমা, শ্রীমান ভূট্টো, সার্ভেয়ার নাজমুল, মনিরুজ্জামান ও অফিস সহায়ক মঈন উদ্দিন। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজারের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, মাতারবাড়িতে যৌথ তদন্ত অর্থাৎ ফিল্ড বুক তৈরি করতে জেলা ভুমি অফিসের ৭ জনের টিম খন্দের বিল এলাকায় পৌঁছায়। এসময় স্থানীয় মঞ্জুর কাদের চৌধুরী, বখতিয়ার ও কায়সারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এতে ভূমি অফিসের ৬ জন কর্মকর্তা কর্মচারী আহত হন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।