২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশখালীতে অস্ত্র উদ্ধার ঘটনায় পুলিশের ৩ মামলা

মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় `বন্দুকযুদ্ধে` নিহত খুইল্ল্যা মিয়াসহ অপর সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ।

মহেশখালী থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ৩ মার্চ পুলিশ ও সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ছৈয়দুর রহমান ওরপে খুইল্যা মিয়াসহ অপর সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র উদ্ধার ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে দুপুর ২টায় নিহত খুইল্ল্যা মিয়ার মরদেহ তার ভাই আবদুল খালেক মেম্বারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল ৫টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৩ মার্চ বেলা ১২টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত অস্ত্রের কারিগর খুইল্লা মিয়া নিহত হন।

এসময় ১৩টি বন্দুক, ৩৫ রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এতে উভয়পক্ষের শতাধিক রাউন্ড গুলিবিনময় ও ৬ পুলিশ সদস্য আহত হয় বলে দাবি করে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।