২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কালারমারছড়ার পরিস্থিতি থমথমে:লেইট্যা নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ

মহেশখালীতে আ’লীগের নেতা সেলিম চৌধুরীর বাড়ীতে প্রতিপক্ষের গুলিবর্ষণ

হামিদুল ইসলাম সাগর,(মহেশখালী): সন্ত্রাসের অভয়ারণ্য মহেশখালী উপজেলার কালারমারছড়ার নোনাছড়ি গ্রামে সোমবার রাত দেড় দিকে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে প্রতিপক্ষ আ’লীগের নেতা সেলিম চৌধুরীর বসত বাড়িতে অতরক্ষিত হামলা চালিয়ে গুলি বর্ষণ করেছেন। এ সময় সেলিম চৌধুরী নিজে জীবন আত্মরক্ষার্থে এলাকাবাসীর সহযোগিতায় সন্ত্রাসী বাহিনীদের ধাওয়া করলে এক পর্যায়ে সন্ত্রাসী দেলোয়ার (৩৩) প্রকাশ লেইট্যা নামে একটি সন্ত্রাসী নিজের লোকের হাতে গুলিবিদ্ধ হয়। সে কালারমারছড়া ফকিরজুম পাড়া এলাকার আব্দুর রহিম ছেরান মাঝির ছেলে। প্রতিপক্ষকে ফাঁসাতে কালাবদা ও আলী বাহিনীর লোকজন নিজের ক্যাডারের পাঁেয় গুলি করে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার সরকারী হাসপাতালে ভর্তি করেছেন। আহত লেইট্যা’র বিরুদ্ধে মহেশখালী অর্ধডজন মামলা রয়েছে।

জানা গেছে,প্রতিপক্ষের লোকজন সম্প্রতি সেলিম চৌধুরী’র মালিকনাধীন আজগর’বর ঘোনার লবণ চাষের ২৫০ খানি মত জমির পলিথিন কেটে দেয় রাতের আঁধারে। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় এ ঘটনায় সেলিম চৌধুরী বাদি হয়ে বাহিনীর প্রধান নুরুল আলম প্রকাশ কালা বদা ও মোঃ আলী, রশিদ আহত লেইট্য সহ জড়িত সন্ত্রাসীদের আসামী করে মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করে। বাদী মামলা করায় ফের হামলা করেছে এ বাহিনীর লোকজন বলে অভিযোগ উঠেছে। এদিকে সন্ত্রাসীরা প্রতিরাতে ছাগল জবাই করে ভূরিভোজ করে এবং ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাসে মেতে উঠেছে এলাকায়। আকস্মিক সন্ত্রাসীদের মহড়া দেখে চরম আতংকে দিনাতিপাত করছেন স্থানিয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোঃ শাহ ঘোনা এলাকার জেল ফেরৎ নুরুল আলম প্রকাশ কালাবদা ও মোঃ আলী বাহিনীর নেতৃত্বে একদল পেশাদার সন্ত্রাসী গ্রুপ একত্রিত হয়েছে। এরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে ওই এলাকায়। সন্ত্রাসীদের বেপরোয়া মহড়ায় এলাকার লোকজন অনেকটা গৃহবন্দি হয়ে পড়েছে বলে জানালেন স্থানিয় বাসিন্দারা। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোঃ শাহঘোনাসহ ২/৩ টি গ্রামের অলি-গলি হয়ে প্রধান সড়কের অস্ত্রের মহড়া দিচ্ছে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলারসহ ডজন মামলার পলাতক আসামী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাহিনীর ভয়ঙ্কর কালাবদা, মোঃ আলী, আবুজাইল্যা ও কালা জাহাঙ্গীর বাহিনীর দুধর্ষ সন্ত্রাসীরা। এ বাহিনী নিয়মিত প্রকাশ্যে অস্ত্রের মহড়ার কারণে এলাকার নারী-পুরুষেরা রয়েছে চরম আতংকে। যার কারনে কালারমারছড়া ইউনিয়নে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। ফের যে কোন মুহুর্তে এ বাহিনী অপ্রতিকর ঘটনা ঘটিয়ে সেলিম চৌধুরী সহ নিরহ লোকজনকে ফাঁসাতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, সন্ত্রাসীরা মহড়া দেওয়ার খবরে প্রতিপক্ষ যারা ব্যবসায়ী তারা প্রাণের ভয়ে ইতিমধ্যে এলাকা ত্যাগ করলেও সন্ত্রাসীরা এলাকা ছাড়ছেনা। পক্ষান্তরে নিরীহ লোকজন ও নারী পুরুষ আতংকে ঘরকুনে হয়ে রয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কালাবদা ও মোঃ আলীর নেতৃত্বে একটি দল ফকির জুম পাড়া পাহাড়ী এলাকা ঘিরে রেখেছে। নোনাছড়ি বাজারের পশ্চিমে পার্শ্বে মহড়া দিচ্ছে রশিদও কালা জাহাঙ্গীর নেতৃত্বে একদল সন্ত্রাসী মহড়া দিচ্ছে কালারমারছড়া বাজার এলাকায়। এ বাহিনী নিয়মিত প্রকাশ্যে অস্ত্রের মহড়ার কারণে এলাকার নারী-পুরুষেরা রয়েছে চরম আতংকে। বলতে গেলে মহেশখালীর উত্তরাঞ্চলের ৩/৪ গ্রামের ২০/২৫ হাজার মানুষ এ বাহিনীর হাতে জিম্মি।

কালারমারছড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী বলেন, তাদের গডফাদার স্থানিয় চেয়ারম্যান তারেক শরীফ পুলিশের উপর হামলা করে ম্যাগজিন চিনতাইয়ের মামলায় আসামী হয়ে কারাভোগ করে। তবে সোমবার জামিন হয়েছে বলে কালারমারছড়া এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্রই থমথমে পরিস্থিতি বিরাজ করে। আমি আওয়ামীলীগ সরকারে রাজনৈতির সাথে জড়িত থাকায় আমাকে কোনঠাসা করতে আমার বাড়িতে তিনি কক্সবাজার থেকে কালারমারছড়া আসার আগে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এ ন্যাক্করজনক হামলা চালিয়েছে। তিনি আরোও বলেন, তারেক সাধারণ মানুষের জমি চিংড়ি ঘের বছরের পর বছর দখল করে রাখায় আমি এর প্রতিবাদ করায় সে আমার উপর উঠে পড়ে লেগেছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সন্ত্রাসীরা কোথাও মাথাচড়া দিয়ে উঠতে না পারে সে জন্য পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। তিনি আরো ও জানান, অস্ত্র নিয়ে মহড়ার কথা আমি শুনি নাই তবে সন্ত্রাসীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।