মহেশখালীতে পাহাড়ের মাটি চাপা পড়ে আহমদ কবির (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ শ্রমিক গুরুতর আহত হন।
উপজেলার হোয়ানক ডেইল্যা ঘোনা গ্রামে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির ওই এলাকার বাচা মিয়ার ছেলে।
আহতরা হলেন— একই গ্রামের বাদশা মিয়া (২৫), মোহাম্মদ মজুন (২২), মোহাম্মদ আনচার (৩০), কালাইয়া মাঝি (৪০) ও মোহাম্মদ করিম (২২)।
এদের মধ্যে বাদশাকে গুরুতর আহতাবস্থায় মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সংবাদকর্মী ফরিদ দেওয়ান বুধবার সকালে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে ডেইল্যা ঘোনা প্রাইমারি স্কুলের পূর্ব পাশে মাটি কাটার সময় হঠাৎ করে পাহাড় ধরে পড়ায় ওই ছয় শ্রমিক চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।