দ্বীপ উপজেলার মহেশখালী পৌরসভার পুটিবিলা দাশি মাঝি পাড়া এলাকার কারান্তরিন মাদক সম্রাট মৃত এজাহার মিয়ার ছেলে হামিদুর রহমান প্রকাশ হামিদ্যার পুত্র বধূ জোহুরা খাতুন (৩০) কে ১হাজার ৫শত পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ্ব, সহকারী উপপরিদর্শক (এএসআই) সজীব দত্ত পুটিবিলা বাজার এলাকার মুদির দোকান থেকে ইয়াবাসহ তাকে আটক করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হামিদ্যার পুত্র বধু জুহুরা বেগম দীর্ঘদিন ধরে মুদির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১হাজার ৫শত পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
স্থানীয় সাবেক চেয়ারম্যান শামসুল আলম আক্ষেপ করে বলেন, সামাজিক ভাবে মাদক ব্যবসা না করার জন্য তাদেরকে নানা ভাবে বাঁধা দেওয়া হয়। তারপরও তারা এলাবাবাসীকে তোয়াক্কা না করে নির্বিঘ্নে ইয়াবাসহ নানা ধরণের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
প্রসংগতঃ গত ২৬ ফেব্রুয়ারী ভোররাতে ১১শত পিচ ইয়াবাসহ হামিদ ও তার কন্যা শুকুনীকে আটক করা হয়। এঘটনায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। এঘটনায় ৪পুলিশ আহত হয় এবং ঘটনাস্থল থেকে ৩টি বন্ধুক ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।