২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

মহেশখালীর কেরুনতলীর পাহাড় থেকে অস্ত্র ও কার্তুজসহ লম্পট জাহেদ আটক : এলাকায় উল্লাস

 মহেশখালিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পাষন্ড বখাটে এক মাদ্রাসা ছাত্রীকে কোপানোর ঘটনায় সেই লম্পট জাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার কেরুনতলীর পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়। মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (পিপিএমবার) লম্পট জাহেদকে অস্ত্রসহ আটকের সত্যাতা নিশ্চিত করেন। তিনি বলেন, আর অপর সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জানা গেছে, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী অফিসপাড়ার আহমদ হোসেনের কন্যা নাহিদা আক্তার (১৬) কে হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার মৌলানা লোকমান হাকিমের পুত্র জাহেদুল ইসলাম (২৬) প্রায় সময় মাদ্রাসা ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী বখাটের প্রস্তাব প্রত্যাখান করে এবং উত্যক্তের বিষয়টি পরিবারকে অবহিত করে। কিছুদিন পর ওই বখাটের পিতা মৌলানা লোকমান হাকিম ওই ছাত্রীর পরিবারের কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যান। নাহিদার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসাপড়–য়া ছাত্রীকে বিয়ে দেবে না মর্মে প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর থেকে বখাটে জাহেদুলের মনে আক্রোশের সৃষ্টি হয়। নাহিদাকে অপহরণ করবে, তাকে বিয়ে করবে এমন হুমকি দিতে থাকেন। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাহিদা চাচা হেলাল উদ্দিনের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। পূর্বের জের ধরে উৎপেতে থাকা বখাটে জাহেদুল ইসলামের নেতৃত্বে মো. রাসেল, সাইফুল ইসলাম উক্ত ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। অপহরণে ব্যর্থ ওই ছাত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে নাহিদার হাতে, মুখ ও পেটে ছুরি চালালো বখাটে দল। নাহিদার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা সটকে পড়ে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত নাহিদাকে উদ্ধার করে এলাকাবাসী। দ্রুত চিকিৎসার জন্য মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নাহিদাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে নাহিদা কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় চাচা হেলাল উদ্দিন বাদী হয়ে জাহেদুল ইসলামকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় এজাহার দায়ের করেছে। অন্যান্য আসামিরা হলেন- হোয়ানক হরিয়ারছড়ার মো. রাসেল (৩০), পিতা-মৌলানা লোকমান হাকিম, মো. সাইফুল ইসলাম (২৩) পিতা-মৌলানা লোকমান হাকিম, মৌলানা লোকমান হাকিম (৫৫) পিতা-মৃত মো. জয়নাল, মো. ওসমান (৪২), মো. রিদুয়ান পিতা- মৃত মো. জয়নাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।