১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মহেশখালীর নুর বক্স বেপরোয়া

বার্তা পরিবেশক : মহেশখালীর নুর বক্স ফের বেপরোয়া হয়ে ওঠেছে। প্রতিনিয়ত তার ইয়াবার চালানের কাছে জিম্মি হয়ে পড়েছে উপজেলার ওঠতি বয়সের যুব সমাজ। সূত্র জানায়, সম্প্রতি উপজেলার বদরখালীস্থ জনতা বাজারের বালুর ডেইল নামক স্থান থেকে ১ হাজার মরণ নেশা ইয়াবাসহ নুর বক্সকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ মামলায় ৩ মাস কারাভোগ করে বের হন। কিন্তু কারাগার থেকে জামিনে বের হয়ে কয়েক মাস ইয়াবার সাম্রাজ্য থেকে সরে থাকলেও বর্তমানে আবারো বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবার কারবার। অভিযোগ উঠেছে, হোয়ানকে লবণ ও মাছের প্রজেক্টে শ্রমিকের কাজ করার নামে নুর বক্স সাগর পথে ইয়াবার চালান মহেশখালীতে তুলে। পাশাপাশি তার সিন্ডিকেটের লোকজন দিয়ে পুরো উপজেলায় সরবরাহ দিয়ে থাকে।
বড় মহেশখালীর সুতুরিয়া পাড়ার এক সমাজ প্রতিনিধি নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, নুর বক্সের কারণে দিন দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজের ওঠতি বয়সের যুবকরা চরমভাবে নষ্ট হচ্ছে।
এদিকে ইয়াবা ব্যবসার ব্যাপারে নুর বক্সের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আমি ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না। তাছাড়া আমি তিন মাস জেলে য্য়ানি। তিন মাস আমি বিদেশ ছিলাম।
স্থানীয় লোকজনের দাবি, সম্প্রতি ইয়াবার আগ্রাসন থেকে মহেশখালী উপজেলাকে রক্ষা করতে হলে নুর বক্সের মত ইয়াবা সম্রাটদের দমন করা বা আইনের আওতায় আনা জরুরি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ইয়াবা ব্যবসায়িদের তালিকায় নুর বক্স নামে কারো নাম নেই। আমরা খোঁজ-খবর নিয়ে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, নুর বক্স মহেশখালীর জনৈক আকতার হামিদের ঘনিষ্ট সহচর বলে জনশ্রুতি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।