২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশখালীর নুর বক্স বেপরোয়া

বার্তা পরিবেশক : মহেশখালীর নুর বক্স ফের বেপরোয়া হয়ে ওঠেছে। প্রতিনিয়ত তার ইয়াবার চালানের কাছে জিম্মি হয়ে পড়েছে উপজেলার ওঠতি বয়সের যুব সমাজ। সূত্র জানায়, সম্প্রতি উপজেলার বদরখালীস্থ জনতা বাজারের বালুর ডেইল নামক স্থান থেকে ১ হাজার মরণ নেশা ইয়াবাসহ নুর বক্সকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ মামলায় ৩ মাস কারাভোগ করে বের হন। কিন্তু কারাগার থেকে জামিনে বের হয়ে কয়েক মাস ইয়াবার সাম্রাজ্য থেকে সরে থাকলেও বর্তমানে আবারো বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবার কারবার। অভিযোগ উঠেছে, হোয়ানকে লবণ ও মাছের প্রজেক্টে শ্রমিকের কাজ করার নামে নুর বক্স সাগর পথে ইয়াবার চালান মহেশখালীতে তুলে। পাশাপাশি তার সিন্ডিকেটের লোকজন দিয়ে পুরো উপজেলায় সরবরাহ দিয়ে থাকে।
বড় মহেশখালীর সুতুরিয়া পাড়ার এক সমাজ প্রতিনিধি নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, নুর বক্সের কারণে দিন দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজের ওঠতি বয়সের যুবকরা চরমভাবে নষ্ট হচ্ছে।
এদিকে ইয়াবা ব্যবসার ব্যাপারে নুর বক্সের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আমি ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না। তাছাড়া আমি তিন মাস জেলে য্য়ানি। তিন মাস আমি বিদেশ ছিলাম।
স্থানীয় লোকজনের দাবি, সম্প্রতি ইয়াবার আগ্রাসন থেকে মহেশখালী উপজেলাকে রক্ষা করতে হলে নুর বক্সের মত ইয়াবা সম্রাটদের দমন করা বা আইনের আওতায় আনা জরুরি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ইয়াবা ব্যবসায়িদের তালিকায় নুর বক্স নামে কারো নাম নেই। আমরা খোঁজ-খবর নিয়ে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, নুর বক্স মহেশখালীর জনৈক আকতার হামিদের ঘনিষ্ট সহচর বলে জনশ্রুতি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।