২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মাতারবাড়ী প্রকল্প বাস্তবায়ন হলে এতদঅঞ্চলের মানুষের জীবনধারা পাল্টে যাবে


কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ৭শত মেঘাওয়াট দ্বিতীয় কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের নিকট চেক বিতরণ করা হয়েছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গত শনিবার সকাল ১১টায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় ১৪৫ জন ভুমি মালিককে প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয়। উপস্থিত অতিথিদের কাছ থেকে ভূমির মালিকরা নিজ হাতে চেক গ্রহণ করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, জেলা পরিষদ সদস্য মাষ্টার রুহুল আমিন, সাংবাদিক তোফায়েল আহম্মদ, মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাষ্টার মোহাম্মদ উল্লাহ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু আসলাম।
৭শত মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের জমির মূল্য হিসাবে এ চেক বিতরণ করেন। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ বলেন, ১৪৫জন মালিকের নিকট প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয় । অধিগ্রহণকৃত জমিতে ৭শত মেঘাওর্য়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।
প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক বক্তব্যদান কালে বলেন, স্থানীয় ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের পূর্ণবাসনের জন্য সব ধরণের ব্যবস্থা করা হবে । আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এতদঅঞ্চলের মানুষের জীবনধারা পাল্টে যাবে। তিনি আরোও বলে মহেশখালী উন্নয়নের মডেল আর মাতারবাড়ী হবে ২য় সিঙ্গাপুর। তিনি সুস্থ সুন্দর পরিবেশে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে চেক বিতরণ অনুষ্টানের আয়োজন করায় স্থানিয় চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ ভূঁইশী প্রশংসা করে তার বক্তব্য শেষ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।