কক্সবাজার-৪ আসনে ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত একক প্রার্থী শাহজাহান চৌধুরীর কন্যা এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী মাদক ও মানবপাচার রোধ, সন্ত্রাস দমন সহ সকল অপকর্ম বন্ধের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন-উখিয়া-টেকনাফে ধানের শীষ প্রতীকের গণজোয়ার দেখে মহাজোটের প্রার্থী এখন দিশেহারা হয়ে ধানের শীষের নেতাকর্মী-সমর্থকদের উপর সশস্ত্র হামলা ও মামলা করছে। আর হামলা-মামলায় কৌশলে পুলিশ হামলাকারীদের সহায়তা করার অভিযোগ করে বলেন-পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন নাকরলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যাহত হবে। রোববার ১৬ ডিসেম্বর উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং ক্লাস পাড়ায় ধানের শীষের সমর্থনে আয়োজিত পৃথক ২টি মহিলা সমাবেশে সাবেক এমপি কন্যা এড. নাজিয়া জাহান চৌধুরী উপরোক্ত কথা বলেন। সমাবেশ গুলোতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-জামায়াত নেতা এডভোকেট শাহজালাল চৌধুরীর সহধর্মিনী হাসিনা জালাল, রোকেয়া বেগম মুন্নী, জামাল আহমদ, ফরিদুল আলম, কালু চৌধুরী প্রমুখ। সমাবেশ দু’টিতে প্রচুর জনসমাগম ঘটায় অনেকটা জনসভায় রূপ নেয়। এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।