রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া থেকে চোলাই মদসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থনীয় চেয়ারম্যান এম ডি জুনাঈদ ও স্থানীয় জনতা।
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫ টার দিকে চিঙ্গি শাহ রোডের আলতাফ মিয়া ঘাটাস্হ মনজুর আলমের মৎস্য প্রজেক্ট হতে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক জাহাঙ্গীর কক্সবাজারের চকরিয়া উপজেলার বরা মহুরী পাড়ার মৃত কামাল হোসেনের পুত্র।
লোহাগাড়া থানার (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, বড়হাতিয়ার চিঙ্গি সড়ক এলাকা দিয়ে জাহাঙ্গীর নামে ওই যুবক সিএনজি যোগে বস্তা ভর্তি করে চোলাই মদ নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জুনাঈদ ও স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার এসআই গোলাম কিবরিয়া জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।