শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ কর্তৃক ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে জেলার ঐতিহ্যবাহী ও প্রথম ডিজিটালাইষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, জেলার আধুনিক শিক্ষার বাহন কক্সবাজার কে.জি এন্ড মডেল হাই স্কুল। বিদ্যালয়ের শৃঙ্খলা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান, সহ-পাঠক্রমিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহন, শিখন উপযোগী পরিবেশ। জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উজ্জ্বল নৈপূন্য এবং পাবলিক পরীক্ষা সমূহে ধারাবাহিক ফলাফলের কারনে এ বছর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য ১৯৯৮ সালের জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতায় দেশ সেরা, ২০১৫ সালে জেলা ক্রিকেট চ্যাম্পিয়ন, ২০১৬ সালে বির্তক প্রতিযোগিতায় বিভাগীয় রানার্স আপ এবং গতকাল মুক্তি আয়োজিত জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ানসহ এ প্রতিষ্ঠান জেলা প্রশাসন আয়োজিত ২০১৬ সালের ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সরকার নির্ধারিত বিভিন্ন ধাপ যথাক্রমে পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষকগনের শিক্ষাগত যোগ্যতার মানের গড়, ভৌত অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবস সমূহ উদযাপন, পঠন-পাঠনের নিয়মানুবর্তিতা, খেলাধূলা ও সহ-পাঠক্রমের ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, আইসিটি, কম্পিউটার ল্যাব, গার্লস গাইড, স্কাউটস এর রেটিং পয়েন্টে ১৮৬টি বিদ্যালয়কে হারিয়ে প্রথম স্থান অর্জন করে। ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কবির আহমদসহ সদস্যদের সুদক্ষ পরিচালনা, সার্বিক দিক-নির্দেশনা, শিক্ষাকগনের ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্মানিত অভিভাবকগনের সহযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।