রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা উপজেলা বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) বেসরকারি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা স্বাশিপের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিএ মোহাম্মদ মোছলেহ উদ্দীন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: নুরুল আবছার, স্বাশিপের চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, স্বাশিপের লোহাগাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ আজম খাঁন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ,বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লোকমান,উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, মোস্তফা বেগম গার্লস হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুহাম্মদ মোখতারুল আলম ও গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সোলয়মানসহ উপজেলার স্বাশিপের নেতৃবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।