১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

মানব পাচারকারী চক্রের ছয় সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি:

৫২ জনকে মায়ানমারে বিক্রি করে ফেরার সময় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ছয়সদস্যকে আটক করেছে র‌্যাব১৫ সদস্যরা। সময় মানব পাচারে ব্যবহৃত ট্রলার   ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

শুক্রবার দিবাগত রাত টা ৪৫ মিনিটের দিকে সাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহ জাহান (৩৭),মোঃ পারভেজ (২৩),মোঃ আব্দুল মাজেদ (২৭),আমির মোঃ ফয়সাল (২৪),মোঃ শাকের(৩০),মোঃ রফিক আলম (৩৫)

বিষয়টি নিয়ে শনিবার দুপুরে র‍্যাব১৫ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 

কোম্পানি কমান্ডার মেজর শেখ মো: ইউসুফ বলেন, মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব গোয়েন্দা নজরদারিচালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  সময়  একটিট্রলার আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি থ্রিকোয়ার্টার গান, ০৪ রাউন্ড কার্তুজ, ০২ টিরামদা, ০১ টি স্যাটেলাইট ফোন, ০১ টি কম্পাস, ০১ টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টিসিমকার্ড, ০১ টি হাতঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় তিনি  আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবের কাছে স্বীকার করেছে তারা মানবপাচারকারী চক্রেরসিন্ডিকেট। তারা ৫২ জনকে ভিকটিমকে মায়ানমারে বিক্রি করে ফিরছিলেন। 

আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।