২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানব পাচারকারীদেরকে প্রতিরোধ করতে নারী পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে

0c m

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় সাগরপথে মালেশিয়ায় মানব পাচার প্রতিরোধ করতে এক সভা ১৯ শে এপ্রিল রবিবার বিকাল ৪টায় অনুষ্টিত হয়েছে। কুতুবজোম ইউনিয়ন পরিষদের আয়োজনে মহেশখালী থানার উদ্দ্যেগে সভায় ওসি আলমগীর হোসেন বলেন, মানব পাচারকারীদেরকে প্রতিরোধ করতে এলাকার নারী পুরুষ সকল কে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি মোঃ আলমগীর হোসেন বলেন, মানবপাচার রোধকল্পে প্রশাসনিক ভাবে আপনাদের যা যা প্রয়োজন সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, কোন মানবপাচারীকে দেখা মাত্রই আপনারা ধৃত করবেন না পারলে তাৎক্ষনিক থানায় ফোন করবেন আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেব। গত ৮ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে সোনাদিয়া এলাকায় মানবপাচারী দু’ গ্রুপের বন্দুক যুদ্ধে ১ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে নিহতের মাতা বাদী হয়ে ২০ জনের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করে সেই মামলায় তাজিয়াকাটাঁ এলাকার এক নিরীহ লোক নুরুল আমিন প্রকাশ টুনু মিয়ার পুত্র মোঃ শাহজাহান (১৬) কে ১৪ নং আসামী করা হয়েছে। সেই মামলা থেকে মোঃ শাহজাহানকে বাদ দেওয়ার জন্য সভায় বক্তাগন ও উপস্থিত জনতার একান্তদাবী। সেই দাবীর প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন সবাইকে আশ্বস্থ করেন যে, মোঃ শাহজাহানকে মামলা থেকে বাদ দেওয়া হবে সেই ব্যাপারে কোন সন্দেহ নাই। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলম এর সভাপতিত্বে সভায় স্থানীয় লোকজনের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি কল্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি আলমগীর হোসেন। মানব পাচার প্রতিরোধ সভার উদ্ধোধন করে মহেশখালী থানার সেকেন্ড অফিসার আবু জাফর, সাবেক মেম্বার কবির আহাম্মদ, আওয়ামীলীগ নেতা ডাঃ আনজু মিয়া, বর্তমান মেম্বার মৌঃ এখতিয়ার উদ্দিন, নেচার আহাম্মদ মেম্বার, ছাত্রলীগের সাবেক আহবায়ক এম আব্দুল মান্নান মৌঃ ফরিদুল আলমর রবিউল আলম রবি,সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি লীগ সভাপতি মোঃ আনসারুল করিম কোম্পানী, নজরুল ইসলাম, মোঃ নুরুল কবির, নেছার উদ্দিন, নেছারুল হক, রবিউল আলম, উপজেলা গ্রাম পুলিশ সভাপতি বাহাদুর আলী, যুবনেতা আলী আকবর, নুরুল হাশেম, মোঃ হোসেন, সাংবাদিক মাহবুব রোকন। কোরআন তেলাওয়াত করেন মাহবুব আলম। সভায় সকল বক্তারা শাহাজাহান নামে এক ব্যক্তিকে মিথ্যা আসামী করায় তাকে মামলা থেকে বাদ দিতে সভায় উপস্থিত সকল জনগন ওসি কে আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।