আন্তর্জাতিক পাচারকারী চক্রের ২৪ সদস্যকে মুক্তিপণের ৬ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০জন এবং পাচারকৃত লিবিয়া ফেরত ২৭ জনকে র্যাব উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের উদ্ধার ও গ্রেফতার করে র্যাব-৩।
এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট,জাল ভিসা ও ভিসা তৈরির সামগ্রি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বেলা ১১টায় র্যাবের কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
র্যাবের পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানা যায়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।