নিজস্ব প্রতিবেদকঃরোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ছাত্র লীগের মনিটরিং সেল।
ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা, ঔষধ ও পানি বিতরণ করে নতুন ইতিহাস রচনা করেছে শিক্ষা শান্তি প্রগতির পতাকা বাহী এ সংগঠন। রেজিস্টার খাতা অনুযায়ী মনিটরিং সেল থেকে এ পর্যন্ত চিকিৎসা সেবা, ঔষধ নিয়েছেন
মোট ৩৪,৭৮৫জন রোগী। এর মধ্যে পুরুষ রোগী: ৬,৩৫৬ জন।
মহিলা রোগী: ১০,৭৮৯ জন।
শিশু রোগী: ১৭,৬৪০জন। গতকাল একশ দিন পূর্ণ হয়েছে। গতকাল একশ দিনের পূর্তিতে সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য ইসমাইল সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র লীগের সভাপতি মঈন উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের পরিশ্রমী নেতা ইব্রাহিম আজাদসহ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। ছাত্র লীগের মানবিক এ কর্মসূচি দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। মনিটরিং সেলে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সহ শীর্ষ নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
কক্সবাজার জেলা ছাত্র লীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয় জানিয়েছেন, ছাত্র লীগের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র লীগের সভাপতি মঈন উদ্দিন জানান, ছাত্র লীগের জন্ম হয়েছে দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য। কিন্তু দু:খ জনক হলেও সত্য ছাত্র লীগের ভাল কাজ গুলি প্রচার পায়না।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।