১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মালয়েশিয়ায় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


আগামী এক বছরের জন্য ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ইউপিএমআইএসএ) নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত হন বাংলাদেশি পিএইচডি গবেষক মো. আবদুল বাশির।
বুধবার বিশ্ববিদ্যালয়ের দেওয়ান তাকলিমাত সেরদাং হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।
বেস্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিশেষ সন্মাননা স্মারক দেয়া হয় বাংলাদেশের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল বাশিরকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যালামনাই’র ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতু ড. মোহাম্মাদ সাতার সাব্রান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্কুল অফ গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডিন প্রফেসর ড. নূর আইনি আব্দুস শুকুর, ইউপিএমআইএসএ’র সদ্য সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ সানি উসমান, ইউপিএমআইএসএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারকাদ আল মুসায়ি, ইউপিএমআইএসএ’র নব নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল বাশির।
এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকশন কমিটির চেয়ারম্যান আতিক আহমেদ বেহান (পাকিস্তান), জেনারেল সেক্রেটারি উসমান আবু বকর (নাইজেরিয়া), ফিনেন্সিয়াল সেক্রেটারি ইসাতউ হায়দারা (গাম্বিয়া), মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মাদ ইশরাক জামান (বাংলাদেশ), সদস্য মেহেরনাজ ফাহিমিরাদ (ইরান), মুনতাসির (ইরাক), বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরাফাত হোসাইন রিয়াজ, মোহাম্মাদ সাহাবুদ্দিন, আরশেদ নিপ্পন, এহসানুল হক খান শুভ, মোহাম্মাদ সাঈদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।