৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

মাহমুদুর রহমানকে মুক্তি প্রদান করে আইনের শাসনের প্রমাণ দিন

received_1817071651884401
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ বলেছেন, সকল মামলায় জামিন লাভ করা সাংবাদিক মাহমুদুর রহমানকে মুক্তি প্রদান করে আইনের শাসনের প্রমাণ দিন। বিনা অপরাধে একজন অকুতোভয় সম্পাদক বছরের পর বছর কারাগারে থাকতে পারেনা। অবিলম্বে সকল সাংবাদিকের মুক্তি দাবী করে তিনি সকল বন্ধ গণ মাধ্যম খুলে দেয়ার দাবী জানান।
কক্সবাজারে ‘‘মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকের মুক্তি চাই, বন্ধ মিডিয়া খুলে দাও” শীর্ষক সাংবাদিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেক নির্যাতনের শেষ আছে। রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। তিনি নির্যাতিত ও চাকরিচ্যুত সাংবাদিক ধৈর্য্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখার পরামর্শ দেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার প্রেস ক্লাবে রবিবার দুপুরে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ শাহ নওয়াজ।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, মোহাম্মদ হাসিম, কবি রুহুল কাদের বাবুল প্রমুখ।
সমাবেশে ইউনিয়নের সদস্য, নির্যাতিত সাংবাদিক ও তাদের রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।