মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে চকরিয়া উপজেলা সদরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আহবানে দীর্ঘ মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা থেকে চিরিঙ্গা পুরাতন বাসস্টেশন পর্যন্ত এলাকায় অনুষ্টিত এ কর্মসুচীতে উপজেলা ও পৌরসভার এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের নারী পুরুষ ও প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, মসজিদের খতিব, মাদরাসা সুপার, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ মন্দিরের ভিক্ষু, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী, কৃষক ও পেশাজীবিসহ নানা শ্রেনীপ্রেশার মানুষ এতে অংশ নেন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবুল বড়–য়া, সাধারণ সম্পাদক পটল বড়–য়া, রাখাইন সম্প্রদায়ের নেতা মাষ্টার অংকেছিং, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, মাওলানা ইলিয়াছ ফারুকী ও আওয়ামী লীগ নেতা কবিরাজ ফজল করিম চৌধুরী।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলেম-ওলামা, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয়ের স্থানীয় ধর্মীয় গুরু, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনসাধারণ বিশাল মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। মাববন্ধবন্ধন কর্মসূচি থেকে মায়ানমারে অবিলম্বে মুসলিম হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান। সেইসাথে সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখার আহবান জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।