২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কক্সবাজার জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক : বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষে কক্সবাজার আগমণ জেলা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকাল ৫টায় শহরের অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কক্সবাজার জেলা সভাপতি খালেদ নেওয়াজ আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁর মধ্যে উল্লেখ্যযোগ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি ডা. আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় বিমান যোগে কক্সবাজার পৌঁছবেন এবং একই দিন রামুতে প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা ক্যাম্পে যোগদান করবেন। পরদিন ১৪ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমও উপস্থিত থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা সহ-সভাপতি স্বপন কান্তি দে, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদু রহিম, এহেছানুল হক, নুরুল আবছার হেলালী ও সাংবাদিক আবদুল আলীম নোবেল, সাংগঠনিক সম্পাদক এম. শাহনেওয়াজ চৌধুরী, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এসএম ইব্রাহীম, সদর উপজেলা সভাপতি বেদারুল আলম, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবুল, রামু উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রব্বানী, উখিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলার সিনিয়র নেতা মো. ইদ্রিস, রামুর আমান উল্লাহ এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলমসহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।