২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

মে মাস থেকে মাঠে থাকবে বিএনপি

 


দীর্ঘ বিরতির পর ফের রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকার পরিকল্পনা করছে বিএনপি। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে চলতি মাসেও কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার রাত ৯টা থেকে টানা দুই ঘণ্টা দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলে তার প্রতিবাদে কর্মসূচি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সফরের আগে দলটি এ ধরনের কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানাবে।

এদিকে নাম না প্রকাশের শর্তে বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ক্রমান্বয়ে বিএনপি বিভিন্ন বিষয়ে জনসম্পৃক্ততা বাড়াবে; নির্যাতন, হামলা-হামলার প্রতিবাদে কর্মসূচি দেবে। এখনও সাংগঠনিক কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলোর সমাধান করে দেশব্যাপী কিছু কর্মকাণ্ড দেয়া হবে। এসব কর্মসূচি দেয়া হবে মে মাস থেকে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, বৈঠকে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার নিন্দা জানানো হয়েছে। তার হত্যার প্রতিবাদে কর্মসূচির দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দলের স্থায়ী কমিটি মনে করেন, ফলাফল সন্তোষজনক। কারচুপি না হলে ব্যবধান অনেক বড় হতো। এ নির্বাচনে ইসি নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই।

এছাড়া রাজধানীতে চলমান আইপিইউ সম্মেলন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনায় নেতারা বলেন, এ সংসদ ‘অনির্বাচিত’, যিনি এর প্রধান তিনিও অনির্বাচিত। তবে এ বক্তব্য তারা প্রকাশ করবেন কি না তা নিয়ে ধোঁয়াশা আছে।

খালেদা জিয়ার সভাপতিত্বে লে জে (অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, তরিকুল ইসলাম ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে শেষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের বিষয়বস্তু জানানো হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।