১৬ নভেম্বর, ২০২৪ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

মেয়র মাবু ও পৌর আ.লীগ সভাপতি নজিবুল ইসলামের মন্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি;

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা নবমীতে কক্সবাজার পৌরসভার অন্তর্ভুক্ত প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন এবং জনসাধারণের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি, কক্সবাজার ০৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ নজিবুল ইসলাম।

পরিদর্শনকালে মেয়র মাহবুবুর রহমান বলেন,
“সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবেই যার যার ধর্ম পালন করতে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির অপতৎপরতা সম্প্রীতির এ বাংলাদেশে সহ্য করা হবে না।”

আর জননেতা মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন,”সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির ঐতিহ্য। সব ধর্ম ও বর্ণের মানুষের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল।আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির এই বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”

পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আক্তার কামাল, আমিনুল ইসলাম মুকুল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, ডাক্তার পরিমল কান্তি দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, পৌর আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, ফয়সল হুদা, সোহেল রানা, সাগর পাল, এডভোকেট জহিরুল ইসলাম, জাকারিয়া খন্দকার, আক্তার হোসাইন, হেলাল উদ্দিন সিকদার, আবুল কালাম, কাসেম আবেদীন, নুরুল ইসলাম বাদশা, সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, এম মনছুর আলম, রাজেনুল ইসলাম শিপু, আবদুল মালেক, জহিরুল ইসলাম, ইয়াছিন আরাফাত, মোঃ শরীফ, নাফিস ইকবাল, প্রকৌশলী অন্তিক চক্রবর্তী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।