২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভে সড়ক দুর্ঘটনায় আবুল মঞ্জুর প্রকাশ (গোরা মিয়া) (৪২) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) রাতে উখিয়ার ইনানী পাটুয়ারটেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল মঞ্জুর প্রকাশ (গোরা মিয়া) (৪২) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাচা মিয়ার ছেলে৷

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মরিচ্যার পাগলী বিল এলাকার ইউসুফ আলীর ছেলে আলাউদ্দিন (১৭), রত্নাপালং এলাকার সিরাজ মিয়ার ছেলে জুয়েল (২২), আরও বেশ কয়েকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান৷

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শামলাপুর থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক গাড়ি ইনানী পাটুয়ারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় ও ইনানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা উদ্ধার করা হয়৷ পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়৷ অন্যদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের অবস্থাও আশংকাজনক৷

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।