২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

মেসি ৯-০ রোনালদো

স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগায় এর প্রতিফলন হচ্ছে সবচেয়ে বেশি। লিগে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সবকটি ম্যাচ (৬টি) খেলে সর্বোচ্চ ৯টি গোল আদায় করে নিয়েছেন তিনি।

এই ৯ ম্যাচের মধ্যে আবার দুটিতেই হ্যাটট্রিক আছে আর্জেন্টাইন অধিনায়কের। যেখানে এসপানিওলের বিপক্ষে করেছেন একাই ৪ গোল। তবে দুঃখের কথা মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এখনও স্কোর শিটে নিজের নাম লেখাতে পারেননি।

রোনালদোর অবশ্য পিছিয়ে পড়ার কারণও আছে। নিষেধাজ্ঞার কারণে লিগের প্রথম চার ম্যাচই খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু শেষ দুই ম্যাচে সুযোগ পেয়েও গোলের দেখা পাননি সিআর সেভেন। যেখানে পুরো ১৮০ মিনিটই খেলেছেন তিনি।

এখানেও অবশ্য চেষ্টার কমতি রাখেননি পর্তুগিজ অধিনায়ক। রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে প্রায় ডজন খানেক শট নিয়েছেন। কিন্তু থেকেছেন গোল বঞ্চিত। সর্বশেষ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষেও নিয়েছেন ৮টি শট। তবে এবারও ভাগ্য সহায় হলো না।

মৌসুম এখনও শুরুর দিকে হলেও রোনালদো থেকে যে মেসি বেশ এগিয়ে-সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে আগামী মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘পিচিচি’ ট্রফির জন্য নিজেকে এগিয়ে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।