বার্সেলোনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি হাতে নিয়ে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবল তারকা বলেন, আমি সবসময় বলে আসছি, নিজেকে কখনো একজন স্ট্রাইকার মনে করি না। কিন্তু সব সময় গোল করার সুযোগ পেয়ে এবং এ রকম ব্যক্তিগত পুরস্কার জয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।
তিনি বলেন, যখনই আমি মাঠে নামি, তখনই মনে হয় আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি সবসময় উন্নতি করছি এবং বিভিন্ন ম্যাচ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো রপ্ত করছি। একজন খেলোয়াড় হিসেবে প্রতিদিন একের পর এক এই অর্জনকে আমি দারুণভাবে উপভোগ করছি।
মেসির হাতে ২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতার এই ট্রফিটি তুলে দেন আগের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। চলতি মৌসুমেও লা লিগার গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন মেসি। এখনো পর্যন্ত ১২ ম্যাচ থেকে ১২ গোল সংগ্রহ করেছেন তিনি।
২০০৯-১০ থেকে পরের চার মৌসুমে তিনবারই জিতেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও লুই সুয়ারেজের জন্য এরপর চার মৌসুম বিরতি। এ সময় দুবার করে ট্রফিটা জিতেছেন রোনালদো আর সুয়ারেজ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।