দোপোর্তিভো লা করুনার মাঠে লিওনেল মেসির বার্সেলোনা হেরে যাওয়ায় শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ মেলে রিয়াল মাদ্রিদের। আর এ সুযোগটা কাজে লাগিয়ে রিয়াল বেতিসকে হারিয়ে শীর্ষস্থানে ফিরলো জিনেদিন জিদানের দল।
রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। ঘরের মাঠে প্রথম ১০ মিনিটে দলকে এগিয়ে দেয়ার দুবার সুযোগ পেয়েছিলেন রোনালদো। ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোলরক্ষকের ভুলে গোল খেয়ে বসে রিয়াল।
৪১তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বাঁ-দিক থেকে মার্সেলোর দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে বিনা বাধায় হেডে এবারের লিগে নিজের ১৯তম গোলটি করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও কেউই নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৭২তম মিনিটে রোনালদো বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
৭৮তম মিনিটে ডিফেন্ডার ক্রিস্তিয়ানো পিচ্চিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। পরের মিনিটে গোলমুখে বল পেয়েও ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি রোনালদো।
খেলার শেষার্ধে ৮১তম মিনিটে রামোসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে এবারও হেডেই বল জালে পাঠান তিনি।
এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। দেপোর্তিভোর মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বার্সেলোনা ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।