২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

মেহেদীর রং না মুছতেই স্ত্রীকে খুন করলো পাষন্ড স্বামী

বিশেষ প্রতিবেদকঃ মেহেদি রাতে হাতে মাখা মেহেদীর রং না মুছতেই পাষন্ড স্বামীর এলোপাতাড়ি কুপে বিভৎস ভাবে খুন হলেন তরুণী স্ত্রী। কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং চৌধুরীপাড়ায় ফুফুর বাড়িতেই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকান্ড ঘটে। জনতার সহায়তায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নতুন স্বামী-স্ত্রী দাওয়াতে ফুফু মনোয়ারার বাসায় বেড়াতে আসে বুধবার।
নিহত তরুণী বধুর নাম রাবেয়া বসরী (১৮)। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকার আলী আকবরের মেয়ে।
তার ঘাতক স্বামীর নাম দিল মোহাম্মদ (৩০)। তিনি একই ইউনিয়নের ছোট ইনানী এলাকার মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ও পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আবুল হোছাইন আবু জানান, মাগরিবের নামাজের পর পরই চৌধুরীপাড়ার নুরুল হকের (রাবেয়ার ফুফু মনোয়ারাদের) বাড়ি থেকে শোর চিৎকার ভেসে আসছিল। এটি শুনে প্রতিবেশীরা দৌড়ে তাদের বাড়িতে যান। সেখানে একটি বন্ধ কক্ষ থেকে নারী কন্ঠের চিৎকার পাওয়া গেলেও দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরে দরজা ভেঙ্গে ঢুকে দেখা যায় মেঝেতে রাবেয়ার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। তার পায়ের পাশে পড়ে রয়েছে ধারালো দাটি। দরজা খুলে সবাই হতবম্ভ হয়ে যায়। এসময় দিল মোহাম্মদ পালিয়ে যাবার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে গাছের সাথে বেধে রাখে। খবর দেয়া হয় পুলিশকে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিদর্শক মাইন উদ্দিন, এসআই মিল্টন ও আবদুর রাজ্জাক ঘটনাস্থলে যান। তারা লাশটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী করেন। রাত ৮টার দিকে মরদেহটি থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই তা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।


পুলিশ পরিদর্শক মাইন উদ্দিন জানান, রাবেয়ার বাম হাতের কব্জি দায়ের কুপে প্রায় বিচ্ছিন্ন। কাটা গেছে ডান হাতের একাধিক আঙ্গুলও। গালের ডান পাশে একাধিক কুপ, ডান কাধে গভীর কুপের আঘাতসহ শরীরের একাধিক জখমের বিভৎস চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক দিল মোহাম্মদ জানিয়েছে-তারা ভালবেসে বিয়ে করে। কিন্তু তার মনে হচ্ছিল বিয়ের পর রাবেয়া তাকে অবহেলা করছে। ফুফুর বাসায় বেড়াতে এসে এ অবহেলা আরো বেশি ধরা পড়ে তার চোখে। এটি মেনে নিতে না পেরে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছে সে।
রাবেয়ার চাচা জালিয়াপালং ইউপির ফরেস্ট অফিস এলাকার সদস্য (মেম্বার) শামশুল আলম জানান, প্রতিবেশী হিসেবে দিল মোহাম্মদ ও রাবেয়ার মাঝে প্রেমেরে সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় পরে পারিবারি ভাবে তাদের বিয়ে হয় বিগত দেড় মাস আগে। প্রথা মতো নতুন স্বামী-স্ত্রী স্বজনদের বাড়িতে দাওয়াত পান। সে হিসেবেই রাবেয়ার ফুফু মনোয়ারা বেগম ভাইঝি জামাইসহ মেয়েকে বেড়াতে আনেন বুধবার। ফুফুর বাসাতেই স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছে পাষন্ড স্বামী দিল মোহাম্মদ। এ ঘটনায় মামলা উখিয়া থানায় হত্যা মামলা করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।