২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি গঠনের আলটিমেটাম জাপার

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের তৃণমূলে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি।

নির্বাচনী বৈতরণী পার হতে এলাকায় সাংগঠনিক শক্তির বিকল্প নেই মনে করে দলটি। নেতা-কর্মীদের সুসংগঠিত করে নির্বাচনে জাপা প্রার্থীদের বিজয়ী করাই তাদের এখন প্রধান লক্ষ্য। তাই তৃণমূলে দলকে শক্তিশালী করতে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি গঠনের আলটিমেটাম দিয়েছেন দলটির মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার এমপি।

তিনি বলেন, ‘সংগঠন শক্তিশালী না হলে এবং নেতা-কর্মী সুসংগঠিত না থাকলে যতই যোগ্যপ্রার্থী থাকুক না কেন নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। আর আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জনরায়ে যেকোনো মূল্যে পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় জোটকে ক্ষমতায় আনা। সেজন্যই আমরা নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। যাতে নেতা-কর্মীরাও দলের জন্য সক্রিয় হয়ে উঠেন।’

সংগঠন গোছানোর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিকাজ চলবে বলেও জানান তিনি।

দলীয় সূত্র জানায়, সারা দেশে জাতীয় পার্টির প্রায় ৪০টি জেলায় সাংগঠনিক কমিটির কোনো মেয়াদ নেই, দলীয় কোন্দলসহ নানা কারণে সম্মেলনও করা যায়নি। যেসব জেলার কমিটি মেয়াদ উত্তীর্ণ, সম্মেলনের মাধ্যমে সেসব জেলা কমিটি গঠনের জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। তার মধ্যে বেশ কিছু জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। বরিশাল ও ঝালকাঠী জেলা কমিটিকে ২২ জুলাই, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিকে ৩১ জুলাই নির্ধারণ করে দেওয়া হয়।

তা ছাড়া মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটির মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, পিরোজপুর, খুলনা মহানগর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মহানগর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম জেলা, খাগড়াছড়ি জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভী বাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা কমিটি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ জানান, নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় পার্টিকে সারা দেশে শক্তিশালী করা হচ্ছে। আগের যেকোনো সময়ের চেয়ে আমরা শক্তিশালী।

জেলা-উপজেলায় নতুন কমিটি গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মাধ্যমে নেতা-কর্মীরা এখন থেকেই নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়বেন বলেও মনে করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।