২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

উখিয়া কলেজের অভিভাবক সমাবেশ

যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী

মোহাম্মদ সোহেল সিকদার রানা :

পড়ালেখার মানোন্নয়নের জন্য দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ আলমের সভাপতিত্বে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া কলেজের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী (এমপি)।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উখিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যারিন তাসনিম তাসিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন। উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কলেজের দাতা ও এডহক কমিটির সদস্য, এডভোকেট শাহাজালাল চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক সভাপতি ও উখিয়া কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ডক্টর মোকতার আহাম্মেদ। উখিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম। কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক তোফায়েল আহমেদ। উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামী বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল। উখিয়া কলেজের সকল সহকারি অধ্যাপক ও প্রমুখ

অভিভাবক সমাবেশে আগামী ২০২৫ সালের অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি শিক্ষার্থী কিভাবে ভালো ফলাফল করতে পারে সে বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন কলেজ কতৃপক্ষরা।

এ সময় অতিথিরা বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় একমাত্র ভালো ফলাফল সম্ভব। শিক্ষকরা সব সময় শিক্ষার্থীদের মাঝে সূর্যের ন্যায় সমান ভাবে আলো বিতরণ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি কলেজের কর্মকর্তা-কর্মচারীদেরও আন্তরিকতার ঘাটতি নেই। সন্তানদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক অভিভাবকদের ভুমিকায় অগ্রগণ্য।

প্রধান অতিথির বক্তব্য শাহাজাহান চৌধুরীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সাথে বন্ধু সূলভ আচরণের মাধ্যমে লেখাপড়ায় মনোযোগী করে তুলতে হবে। সেই সাথে নিয়মিত খোঁজখবর রাখার জন্যও সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্য শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুত্ব আরো গাঢ় হতে হবে। শিক্ষার্থীদের শাসনের মাধ্যমে নয়, ভালোবাসা আদর-যত্ন দিয়ে ছাত্র-ছাত্রীদের পড়া বুঝাতে হবে। লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে।

প্রধান অতিথির ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য আরো বলেন, যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করে তুমরা তুমাদের মা-বাবার ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করে কলেজের সুনাম বয়ে আনবে। তোমাদের এখান থেকে ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে,রএমপি হবে, মন্ত্রী হবে, ভালো সাংবাদিক হবে, শিক্ষক হবে, গোটা দেশ বদলে দিবে। পৃথিবী’কে আরো অধিক শিক্ষিত করে তোলার দায়িত্ব তোমাদের নিতে হবে। সুতরাং তোমাদের ভালোভাবে পড়তে হবে, পড়ায় মনোনিবেশ করতে হবে যেকোনোভাবেই ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, পড়ালেখা ফাঁকি দেওয়া যাবে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উখিয়া কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক তৌহিদুল আলম তৌহিদ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।