উখিয়ায় এমপি বদি মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উখিয়া টেকনাফের জনদরদী সাংসদ আব্দুর রহমান বদির ২২টি মিথ্যা মামলার সাথে মোকাবেলা করে গত ৭ বছর ধরে উখিয়া টেকনাফে মানবসেবা করে যাচ্ছে। তথ্য বিভ্রান্তের কারণে তিনি আজ কারান্তরিন। এ অবস্থায় উখিয়ার যেসব নেতারা আগামী দিনের রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন তারা একদিন রাজনৈতিক সংকটে পড়বেন। সেদিন আর বেশি দূরে নয়।
গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজার চত্বরে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোন সংসদ সদস্য আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তিনি এলাকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আপনারা সকলেই মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন যেন গরীব দরদি জনপ্রিয় জননেতা আলহাজ্ব আব্দুর রহমান বদি ফিরে এসে আপনাদের আবারো সেবা করতে পারে।
প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধূরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবু, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বাবুল, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, আ’লীগ নেতা ফরিদুল আলম, ইলিয়াছ কাঞ্চন, জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জালিয়াপালং মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, সাবেক ইউপি সদস্য মোঃ এখলাছ, মহিলা আ’লীগ নেত্রী ও ইউপি সদস্য আনোয়ারা বেগম, আ’লীগ নেতা হেলাল উদ্দিন, আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ওলামালীগের সদস্য মাওলানা আলী আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন চৌধুরী রাসেল। এমপি বদি মুক্তি পরিষদের আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির চৌধূরী জানান, আজ মঙ্গলবার বেলা ১১ টায় উখিয়া স্টেশন চত্বর হতে ১ কিলোমিটার পর্যন্ত মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।